। কাছের মানুষ।

চলতে চলতে জীবনপথে যে হাত ধরা ছিল হাতে
দেখলে হঠাৎ আর হাতে নেই ধরা
সময় নিয়ে খেলার ফাঁকে যেই ঘুরেছো পথের বাঁকে
হাত খালিতে আকাশ থেকে পড়া।
এমনটা তো হয়েই থাকে আপন বলে ভাবছো যাকে
থাকলে কাছে দাও না কদর তাকে
এমনিতে সে এলেবেলে হাত ছাড়িয়ে হারিয়ে গেলে
ওলটপালট লাগে জীবনটাকে।
কাছের মানুষ কেমন আছে মন্দভালোয় কেমন বাঁচে
খোঁজ নিতে যাও অনেকসময় ভুলে
দূরের দিকে তাকিয়ে থাকো সেই দিকেতেই নজর রাখো
শ্যাম রাখিতে কোপ মেরে দাও কুলে।
রংবদলের এই দুনিয়ায় দূরের দিকেই মন চলে যায়
চেষ্টা করো আনতে তাকে কাছে
কাছেই থাকে যে সব খেলনা শিশুর কাছেও তারা ফেলনা
ভালোগুলো ওই দোকানে আছে।
বড় হয়েও একই খেলা কাছের লোকের অবহেলা
দূরের লোকের কাছে ঘেঁষার লোভে
তাই কি হঠাৎ দেখো ঘুরে কাছের মানুষ গেছে দূরে
একজীবনের জমে থাকা ক্ষোভে।
বন্ধু তুমি কাছেও দেখো কাছের মানুষ সামলে রেখো
শক্ত করে ধরে রেখো হাতে
একসাথে যেই দেখবে দূরে স্বপ্নগুলো যাবে জুড়ে
সহজ হবে জীবনটা সামলাতে।

আর্যতীর্থ