। খুচরো।
সবই এখন নোটের খেলা খুচরো আকাল বড়
খুচরো চাইলে বরং কিছু লজেন্স পেতে পারো।
খুচরো খুঁজে মরছে মানুষ চাইছে সবার কাছে
ভিখারিরা বড়ই সুখী খুচরো ওদের আছে!
হও না তুমি অটোচালক মণিহারী দোকানদার,
ভ্যানের চালক টিকিট-কাটক ছুটকো মালের জোগানদার,
তোমার কাছে খুচরো চেয়ে খদ্দের হয় গোমরামুখ,
উবেই গেছে জীবন থেকে ঝনঝনানো খুচরাসুখ।
সত্যি গেছে? কোথায় গেলো? খুব বেশীদূর যায়নি সে,
অর্থ ছেড়ে খুচরো এখন জীবনপথে যায় মিশে।
ভালোবাসা খুচরো এখন ফেসবুকেতে  সুলভ খুব
গহীন মনে বাসবে ভালো এমন আছে কে বেকুব?
আজকে তোমার প্রোফাইল পিকে দিচ্ছে দেখো লাইক কে
তোমারও মন অমনি ঢলে প্রেমের টানে তার দিকে।
দুজন মিলে জমিয়ে করো হোয়াটস অ্যাপে খুচরো প্রেম,
স্মাইলি কিছু উক্তি কিছু জীবনটা তো জাস্ট এ গেম!
চুম্বনও তো আসছে নাকি স্মাইলিগুলির হাত ধরে,
প্রথমদিকে খুচরো সে প্রেম চলছে সারারাত ধরে।
কদিন বাদেই এদের কারো লাইক পাবে অন্য কেউ,
স্টাটাস মেসেজ বদলে গেলো, নতুন প্রেমের উঠলো ঢেউ।
বন্ধুতাটাও খুচরো এখন বলছে এমন নিন্দুকে
হাজার খানেক লিস্টি নামের খুঁজলে পাবে ফেসবুকে।
একশোদুশো সেলফি তুলে লিস্ট মিলিয়ে লাইক পাও,
দুঃখ শোনে একলা বালিশ,  সত্যি বলো এই কি চাও?
বন্ধু তুমি আর পোড়ো না নেটদুনিয়ার খুচরোফাঁদে
একটা গোটা মানুষ খোঁজো তোমার সাথে যে মন কাঁদে।
পথের ধারের ভিখিরিকে দাও না দিয়ে খুচরোটা
জীবনপথে চলতে গেলে সাথী তোমার চাই গোটা।

আর্যতীর্থ