। ভালো সাজা।

আয়না থেকে মাঝবয়েসী লোকটা তাকায় আমার দিকে
দুনিয়াদারী বেশ যে বোঝে, যাচ্ছে বোঝা ভাবগতিকে।
চাউনি দিয়ে বলছে আমায়,  ঠোঁটের কোনায়  একটু হাসি,
চেহারাটি যা করেছো, লজ্জা পাবে খোদার খাসী
পোশাকআশাক দুরস্ত বেশ, পক্কচুলে রঙের ছোঁয়া
ভান করে যাও এমন যেন গঙ্গাজলে তুলসি ধোয়া
তুমি লোকটা ঠিক যে কেমন আমি ছাড়া কেউ কি জানে?
সত্যি বলো তুমি কি তাই, তোমায় দেখে মন যা মানে?
আমিও নই কম টেঁটিয়া  দেখছি তো সেই ছোট্ট থেকে
ঠিক বুঝে যাই কি বলতে চায় চোখের রকমসকম দেখে।
ধমকে  বলি চোখের ভাষায় নিয়ম জেনো এটাই তো হয়
ভালো হওয়ার থেকেও দামী ভালো হবার এ অভিনয়।
আসল আমায় ধরিয়ে দিলে সত্যি বলো  লাভ কি তাতে
একটু নাহয় ভালোই হলাম নানান লোকের সুভাবনাতে।
এমন করে দেখছো আমায় যেন আমি লোকই খারাপ
আর পাঁচটা লোকের মতোই আমার ভালো সাজার এ চাপ।
তাই বলে তো এমনটা নয় সবকিছুতেই লুকোছাপা
সবার কাছে যায় কি বলো মুখোশ পরে আসল চাপা?
কাছের মানুষ ঠিকই জানে আসল আমি কেমন সে
সবার কাছে দেখাবো তা ভাবছো কেন এমন হে?
আয়নার লোক থমকে বলে ছোট্ট থেকেই দেখছি তো
ভালো হবার স্বপ্নগুলো তখন তোমায় ডাক দিতো।
বড় হবার মাঝপথে সেই খোয়াব কোথায় হলো আটক?
এখন শুধু যাচ্ছো করে ভালমানুষ হবার নাটক।
অসহ্য ওই আয়নামানুষ অসহ্য তার বায়নাটা
মানে মানে ঘরের থেকে সরিয়ে দিলাম আয়নাটা।

আর্যতীর্থ