। পাপ।


মোদী, মুকেশ, এবং অন্য  ম-কারান্ত যারা,
(নাম যাদের ম দিয়ে নয় তাঁরাও মহামহিম)
আমার কাছে বহুদূরের, অন্য গ্রহের তাঁরা,
জন্ম থেকেই মধ্যবিত্ত, ভাগ্যে ঘোড়ার ডিম।
আমার জীবন নেহাত পাতি, ঘর অফিস আর ঘর
সখ আহ্লাদ বলতে যাওয়া দার্জিলিং বা পুরী
কিছুটা খাই, কিছু জমাই ট্যাক্স দিয়ে তারপর
আপাতত ব্যাংক থেকে ব্যাংক করছি ঘোরাঘুরি।
কেউ বলছেন ভালোই হবে, কালো হবেন সাদা
ধনধান্যেপুষ্পে আবার ভরবে ভারতভূমি
কেউ বলছেন ওসব শুধু স্বপ্নতে হয় দাদা
সাধারনের হয়রানি এ, কেবল গোয়ার্তুমি।
বেশীর ভাগই আমার মতো নেহাতই ছা পোষা,
লাইন দিয়ে একশো খুঁজে হচ্ছে নাজেহাল
ব- কারান্ত শ-কারান্ত বলে মেটায় গোঁসা
দিন চালাতে ফক্কা পকেট, সত্যি বাজে হাল।
আমরা তো সব সুবোধ বালক,  পায়ের নিচে ঘাস,
সত্যি বলো, কালো টাকার আমরা কিছু বুঝি?
কাদের ঘরে কালো টাকা হোক না সেসব ফাঁস
মধ্যবিত্ত ব্যাঙদের তো আধুলিটাই পুঁজি!
মনের মধ্যে আবছা হলেও সওয়াল ওঠে বটে
আমার মতো যাদের ঘরে সব হিসেবের কড়ি
তাদের যদি সব কারবার সাদা টাকায় ঘটে,
তবে কেন দেশে এত কালোর ছড়াছড়ি?
জিনিস  কিনে বলো দেখি কয়জনে নিই বিল?
আইন ভেঙে একশো দুশো পুলিশকে দিই গুঁজে,
বিনা রিসিট  ফিস  নিয়ে যান ডাক্তার উকিল,
ছটাক লাভের জন্য সবাই থাকি হে চোখ বুজে।
এই যে এত লাইন দেওয়া, কষ্টে একশো খোঁজা,
ভেবো না তা বড়লোকের কালো টাকার চাপে
জমে গেছে তোমার আমার দায় এড়ানোর বোঝা
লাইনে আজ দাঁড়িয়ে সবাই আমাদেরই পাপে!


আর্যতীর্থ