। কাগজ পড়ে।


সর্ষেতে ভুত নেই হে দাদা ভুতের পেটে সর্ষে
দুহাজারী নোটের জোগান আসছে গোপন সোর্সে
সাদা কালোর টাগ অফ ওয়ার চলছে দেশে জোরসে
আমআদমির আঙুল গেলো মেশিনে কার্ড ঘর্ষে।


কাগজ খুলে রোজই দেখি মিলছে  নোটের তাড়া
গোলাপী নোট ঠিক পেয়ে যান কালোয় খেলেন যারা
দুই চারহাজার ক্যাশ তুলতে ব্যাংকে সবাই খাড়া
ফাঁকতালে ঠিক চলছে দেখো নেপোতে দই মারা।


কালোরা বেশ পড়েন ঢুকে ফাঁক ও ফোকর খুঁজে
জনধনে সব অ্যাকাউন্ট খুলে নোট রেখেছেন গুঁজে
খায় কি মাথায় দেয় পে টি এম লাভ কি হলো বুঝে
কালো টাকার কারবারী সব লোটেন চতুর্ভুজে।


গোলাপী নোট গোলাপী নোট কোথায় তুমি থাকো
শুনছি  নাকি  কালোর প্রাসাদ আলো করে রাখো
কতরকম শাক পাওয়া যায়, তাই দিয়ে নোট ঢাকো
মিছেই বলো এই জালে নেই মাছি গলবার ফাঁকও।


আইনমাফিক ট্যাক্সো দিতে কবে কে আর ভালবাসে,
কমিশনে পাঁচশো হাজার আজও বদল  অনায়াসে!
কাগজ পড়ে মনের মধ্যে নানানরকম চিন্তা আসে
কালোরা কি পড়বে ধরা নোটবন্দীর বজ্রফাঁসে?


আর্যতীর্থ