। আঙুল।


মুখের কথায় কাজ কি বলো আঙুল পেলে ভাষা
আঙুল এখন বলতে পারে ঝগড়া ভালবাসা।
আঙুল এখন তর্ক করে জাপটে চুমু খায় ঠোঁটে
চিড়বিড়ানো বললে কথা আঙুল বেজায় যায় চটে
মুখের ভাষা মুক হয়েছে আঙুল কথার তুলছে ঝড়
আঙুল এখন বড্ড বাচাল  চুপ থাকাটাই কষ্টকর।
আড্ডা এখন আঙুল দিয়ে দরাজ গলা তফাৎ যাও
জন্মদিনে কল কোরো না আঙুল চেপে ফুল পাঠাও।
প্রেমপিরিতির সপ্তকাহন আঙুল লেখে রাত্রিদিন
কালকে হবে  মনের মিতা আজ রয়েছে যে অচিন।
আঙুল ভালো কাব্য লেখে নতুন নতুন গান খোঁজে
কোথায় কাকে বলবে কেমন আঙুল সেটা বেশ বোঝে।
মুখের কথা একঘেয়ে সে বসতে হবে সামনে গিয়ে
এক মহাদেশ দূরের আঙুল দিব্যি কথা দেয় জানিয়ে
নেটদুনিয়ায় তোমার আঙুল ঠিক দেখে নেয় বন্ধুজন
কখন তুমি অনলাইন আর করছো টাইপ তুমি কখন।
অনলাইনে আঙুল গেলে প্রেয়সী ঠিক নজর রাখে
আঙুল নেবে জবাবদিহি কেন জবাব দাওনি তাকে।
হাসতে আঙুল কাঁদতে আঙুল,  মনের ভাষা আঙুল জানে
চোখে আঙুল দিয়ে দেখায় কথা বলার আসল মানে।
মুখের কথার কায়দা কানুন, আঙুল দিয়ে লিখতে জানি
আঙুল দিয়ে কাজ হবেনা, প্রিয়া হলে অভিমানী।


আর্যতীর্থ