। সুখদুঃখ।


দুঃখেরা বুক খোঁজে সুখ খোঁজে কান
যে যার জায়গা করে অনুসন্ধান।
সুখদুঃখের মনে জায়গা আলাদা
রাখার সময় হোয়ো সাধু সাবধান।


সুখেরা পায়রাবত ফরফর ওড়ে
বিনা উস্কানিতেই গায়ে এসে পড়ে।
সুখেদের কোলাহল বড় ভালো লাগে
বাইরেই নাচানাচি, যায় না ভেতরে।


সুখেদের মতিগতি বোঝা বড় ভার
লহমার ভুলে হয় সব ছারখার।
বস্তুত সুখেদের আয়ু বড় কম
কখন ফুড়ুৎ হবে বোঝা দরকার।


বরং দুঃখ হয় বড় বেশী ভালো
একবার যেই কেউ মনেতে জমালো
অমনি বসতি কেটে বসে যায় বুকে
ক্রমে ক্রমে মন আকাশ পুরোপুরি কালো।


দুঃখের কথা জানে লোকে বড় কম
দুঃখেরা বুকে থাকে একা একদম।
সুখেরা নিলাজ হয়ে ঢাকে কাঠি দেয়
দুঃখের আছে ভারী লজ্জা শরম।


সুখেরা বাইরে থাকে দুঃখ গহীনে
জায়গাটা ভালো করে রেখে দিও চিনে।
জীবনের থেকে নানা সুখদুখ ঘেঁটে
সেইমতো খোপ কেটো রোজের রুটিনে।


আর্যতীর্থ