। কুটো।


'ওহে যুবক, এই কুয়াশার যুগে, সামনের পথ দেখছো কেমনভাবে?
আলোখেকো আঁধার ঘোরে পথে, এড়িয়ে তাকে কিভাবে পালাবে?
চারদিকে এই ফেরেববাজীর ভিড়ে, ধাপ্পা খেয়ে ফেরো সবার কাছে,
নৌকোডুবি হওয়ার মুখে এসে, কোন কুটোতে তোমার আশা বাঁচে?
ধর্ম মোহের হাতছানি দেয় শুধু, প্রতিবেশীর  মধ্যে পাঁচিল তোলে,
নেতা দেখে নিজের আখেরটুকু , নিত্যদিনের দলীয় কোন্দলে,
এই দুনিয়ায় সৎলোকেরা বোকা, এমন কথা যাচ্ছে তোমার কানে,
সখগুলোকে দাবিয়ে অনেকদিনই, এদিক ওদিক ছুটছো পেটের টানে,
ভবিষ্যতের পথ যে ভয়ানক, হাত বাড়ালে ধরবে কি কেউ হাত?'


' প্রবীণ, এত ঘাবড়ে যাচ্ছো কেন, এখনও তো আছেন রবীন্দ্রনাথ!'


আর্যতীর্থ