। আগুন ফেরাও।


মাঝবয়েসী, তোমার আগুন রেখে এলে কোথায় ?
নিত্যদিনের কাজ করে যাও খোঁয়াড়পশুর মতো,
ঘড়ির কাঁটার সঙ্গে চলে সন্ধে হয়ে যায়
জীবন নিয়ে করছোটা কি ভাবো তো অন্তত।


আজ বাদে কাল বুড়ো হবে,  শরীর জুড়ে বাত,
সুগার প্রেশার ঘাড়ে ব্যথা একটুতে গা গোলায়
কেমন গেলো সারাটা দিন জানতে চাইলে রাত
বলার মতো গল্প কিছু থাকবে তোমার ঝোলায়?


দিনযাপনের সমস্যা যা কাল ছিলো তা আজও
সমাধানরা কোনো কালেই হয় না সহজলভ্য
এক যুদ্ধ পেরিয়ে পুনঃ রণসাজে সাজো
উলুখাগড়ার ভাগ্যে জেনো এটাই ভবিতব্য


যুবাকালে আগুন ছিলো, পুড়তে নিয়ম করে
সখের নাটক,  পাড়াার জলসা,  রবীন্দ্র সন্ধ্যাতে
প্রাণপণ সেই ঘষামাজার কি হলো তারপরে
আজ কেন হে চোখ গেলেছো সিরিয়ালি মৌতাতে?


জানি তুমি আহামরি কেউকেটা কেউ নও,
পদ্য নাটক গানের আগুন উনুন জ্বালায় না,
সে সব দিনের পোড়ার স্মৃতি নিজের মনেই বও
জীবন থিতু ঘর  আপিসে, দৌড়ে পালায় না।


মাঝবয়েসী, আবার আগুন জ্বালতে ইচ্ছে করে?
ছেলের স্কুলের নাটক কিংবা মেয়ের পদ্য পাঠে?
চলো না ফের পুড়ি আবার, বুড়াবো তারপরে
সে সব গল্প থাকুক ঝোলায় সুয্যি গেলে পাটে।


আর্যতীর্থ