।  ব্যবধান।


তোমার আমার মধ্যে এখন চীনের প্রাচীর,
মধ্যে সেনা দিচ্ছে টহল দিনে রাতে,
কথার বোমার হামলা থেকে পালিয়ে বাঁচি
যুদ্ধ  কিন্তু জারি  থাকে গেরিলাতে।


ইঁট গেথেছি এক এক করে অভিমানের
বিনিকথায় কথা বসাই নিজের মতো
জোয়ার ভাঁটায় যাচ্ছি ভেসে ঢেউয়ের টানে
সাঁতার দিলে একটু বোধহয় ভালোই হতো।


সন্দেহদের বৃষ্টি পড়ে ইলশেগুঁড়ি
কান ভিজে যায় মন পুড়ে যায় বৃষ্টিছাটে
নিয়ম করে লড়াই চলে মিছরি ছুরির
এক মহাদেশ ফারাক থাকে শোবার খাটে।


মন্ত্রণা দেয় বরের পিসি কনের মাসি
চিলতে ভুলের গল্প দাঁড়ায় যোজনব্যাপী
বিনশুনানির জজরা শোনায় সাজা ফাঁসির
ঠিক আর ভুলের চুল চিরে হয় মাপামাপি।


মজা দেখে পাশের বাড়ি, পাড়ার লোকে
চায়ের দোকান বুলেটিনে হালত জানায়
হাওয়ার আগে খবর ছড়ায় লোকের মুখের
যে যার মতো দোষারোপের যুক্তি শানায়।


এসো না আজ ইঁট খুলে নিই প্রাচীর থেকে
ভাষা পাওয়ার চেষ্টা করুক বিনকথারা
ঝগড়া আসুক বার্তা নিয়ে কালবোশেখের
ব্যবধান কি কমে নাকি ঝগড়া ছাড়া?


আর্যতীর্থ