।   কি পেল?।


( দম্পতি গুলি করে মেরেছিলো অজস্র লোক কোনো এক বিদেশী শহরে; খবরে প্রকাশ, তোমার আমার মতো নিরীহ নিপাট ছিলো, তবে ছিলো বটে বড় ধার্মিক....)


ছেলেটার সব ছিলো। প্রথাগত শিক্ষাসমাপান্তে চাকরী, ভালোবাসার জন্য বউ আর একটা মিষ্টি
ফুটফুটে শিশু; মোটের ওপর, আর পাঁচজনের থেকে, জীবনটা ছিল একটু বেশী সুখ মেখে,
নিশ্চিন্ত নিরুপদ্রব। এ ব্যাপারে সাক্ষী কি দেবে
ওই শব, বা ঠিক ওর পাশেই ছড়িয়ে থাকা রক্তমাখা মৃতদের মুখ? বেহায়া বন্দুক, নির্বিচারে নিয়ে নিল এতগুলি প্রাণ, তাদের খুনীও তো ওই ভূমিতে শয়ান, একইসাথে। কিসের অভাব ছিলো? হঠাৎ এক শীতের সকালে,  কালো সূর্য কি মন্ত্রণা দিলো
ছেলেটার কানে? এ কথা যে জানে, লাশ হয়ে শুয়ে আছে লাল হওয়া ঘাসে, বউ  তার পাশে, জীবনের মত মরনেও সমান অংশীদার। আশপাশ থেকে ওঠে হু হু হাহাকার, ঘৃণা আর অভিশাপ কালো বৃষ্টির মত ঝরে লাশদুটো ঘিরে; এ মরন চেয়েছিলি কি রে, যে মরনে থুতু দেয় ঘৃণা ভরা চোখ, ধর্মের নামে বাড়ে দাঁত আর নখ, আরও ঢালে বিষ? বোরখা হিজাব দেখে ফিস ফিস ফিস শোনা যায় পড়শী মহলে, কোথাও হঠাৎ কেউ থুতু ফেলে দলে তার পায়।
যে নিধনে খুন লাগে ধর্মের গায়, সেই খুন করে গিয়ে কোন স্বর্গ পেলি? কে দেবে জবাব?
রাস্তায় চলা মেয়ে লুকায় হিজাব....


আর্যতীর্থ