।   হারার গল্প।


পাথরচাপা কপাল যাদের তাদের কি আর গল্প থাকে?
হয়তো থাকে কিন্তু সেসব ধুলোয় ধুসর, দুঃখ মাখা,
সেসব কথা শুনবে কি কেউ নানান কাজের অবসরে,
মগজ ফাঁকা থাকলে সবাই সুখ শোনে বা ঘুমিয়ে পড়ে।


বিষাদ তুমি বইবে একা এমন কথাই  ভাগ্যে লেখে
ছড়িয়ে দিলে বিষণ্ণতা, বদলিয়ে যায় মামুলিতে
গোল বেঁধে যায় ওই ওখানেই কোন দেওয়ালে কপাল ঠোকো
হেরে যাওয়ার গপ্পো শোনার জন্যে বিরল একটি লোকও।


হেরে যাবার দুঃখগুলো বাড়তে থাকে বংশে ঝাড়ে,
রক্তবীজের মতোই জেনো দুঃখ বাড়ে বিষাদফোঁটায়,
লোক মেলেনা, জন মেলেনা, মাথা রাখার জন্য কাঁধও
কেউ বলে না কোল পেতে দিই, মুখ গুঁজে দাও, ফুপিয়ে কাঁদো।


সব গল্পই শেষ হতে হয়, শ্রোতা থাকুক কিংবা ফাঁকা,
হেরে যাওয়ার কাহিনীরাও যবনিকার দিকে এগোয়,
দু একজনা থাকে বটে, বুক চিতিয়ে বলতে পারে,
জিতবে যদি জীবনে কেউ, আরেকজনা তবে হারে!


বুক চিতিয়ে কয়েকজনাই হারার গল্প বলতে পারে....


আর্যতীর্থ