। ভালো ১।


ভালো কি? কথাটা যক্ষ জিজ্ঞাসা করেনি প্রথম পান্ডবকে, কারণ সহজেই অনুমেয়।
যুধিষ্ঠিরের পক্ষেও বোঝার বাইরে ভালোত্বের উদ্দেশ্য বা বিধেয়।
বেড়ালের ভালোতে  ইঁদুরের  জীবননাশের সমূহ সম্ভাবনা
সেটা বাঁদরের কাছে আবার অপ্রাসঙ্গিক
শিবের অসাধ্য বেঁধে দেওয়া কোন ভালোটা সবার জন্য ঠিক, সবটাই আপেক্ষিক।
বিনিয়োগে ভালো হবে, এমন বিধান দেন অর্থনীতিবিদ, নেতারাও বোঝান তেমন
সত্যি যে ভালো হবে দোফসলি জমি জুড়ে কারখানা হলে,
সে কথা মানতে নারাজ কৃষকের মন।
ধর্মের নিয়ম মেনে কপালে তিলক লাগালে, গোমাতার পায়ে প্রণমিলে ভালো হবে গেরুয়ারা বলে গিয়েছিল,
কালো পতাকার মতে, সমস্ত কাফের  অটোমেটিকের নলে নিশ্চিহ্ন  হয়ে গেলে ভালো
দুই ভালো পথ ধরে একগাদা লোকে দৌড়ায় প্রাণপণ আরও ভালো হতে,
ভালোর ধাক্কা খেয়ে নড়বড় করে পুরো পৃথিবীটা আজ,
পরম সৌভাগ্য হবে টিঁকে গেলে কোনোমতে।
তাই, ভালো হবে শুনে আজ ধক করে ওঠে বুক, সত্যি কি ভালো হবে? অথবা হলও যদি
আমার ভালোকে ঘিরে সবার কি ভালো হবে, নাকি  কারো হয়ে যাবে জীবনের ক্ষতি,
কে বলে দেবে?


আর্যতীর্থ