। ভাঙা স্বপ্ন।


কখনো দেখেছো স্বপ্নকে তুমি টুকরো টুকরো হতে?
খড়কুটো হয় বানভাসি মন ঘোলা হতাশার স্রোতে।
ভাঙা স্বপ্নের ধারালো ফলায় মন কেটে ফালাফালা
ধূসর পৃথিবী আরো কালো হয় এমনি বিষের জ্বালা।


ভাঙা স্বপ্নের টুকরোর সাথে ভেঙে পড়ে যায় মন
ভাঙা মন নিয়ে চলাফেরা করা সেও বড় জ্বালাতন।
শরীরে আঁচড় পড়লে সে ক্ষত মলম লাগালে সারে
ভাঙা স্বপ্নের খোঁচা খাওয়া মনে হতাশারা শুধু বাড়ে।


কিছু মন করে ভাঙা স্বপ্নতে গোঙানোর অভ্যেস
নিঃস্ব মনের পোড়ো জমি জুড়ে ধ্বংসের অবশেষ।
কি হতে পারতো সেই ভাবনাতে নিষ্ফল হাহুতাশ
বিষাদপ্রাচীরে মাথা কুটে মরে আনন্দ উচ্ছ্বাস।


কিছু মন সেই টুকরোর ধারে মন জমি নেয় খুঁড়ে
নতুন স্বপ্নচারা পুঁতে দিয়ে আবার দাঁড়ায় ঘুরে।
এক স্বপ্নের মৃতদেহ থেকে নতুন স্বপ্ন ওঠে
ভাঙবার ব্যথা বুকে নিয়ে ফের স্বপ্ন ধরতে ছোটে।


সবার জীবনে মৃত স্বপ্নের শব কিছু যায় থেকে
কিছু জীবন বৃথা কেটে যায় সে লাশ আগলে রেখে।
কেউ কেউ শুধু মৃতদেহ ভুলে নতুন স্বপ্ন খোঁজে
শোকের জন্য ছোটো এ জীবন, কিছু লোক সেটা বোঝে।


আর্যতীর্থ