।ধর্ম যুদ্ধ।


আসছে খবর মাছির মতো,ভনভনিয়ে হোয়াটস অ্যাপে
পড়ছে লোকে সে সব খবর, সময় করে কাজের গ্যাপে
ঢালছে ঘৃত গুজব খবর সাম্প্রদায়িক বিষ আগুনে,
চলছে চ্যাটে চাপানউতোর, সে সব খবর দেখেশুনে।


ভিডিও সব আসছে উড়ে, রক্ত গরম সেসব দেখে,
কোন মন্দির পড়লো ভাঙা, হিজাব ধরে টানলো কে কে
তার সাথে সব বাক্যি চোখা, জাগো ওহে ধার্মিকেরা,
ভিনধর্মের প্রবল চাপে ভাঙলো বুঝি ঘরের বেড়া।


উক্তি ছোটে গরমা গরম, যুক্তি গেলো চুলোর দোর,
খালিফাত আর রামরাজ্যে লড়াই এখন চলছে জোর
ধর্ম এখন ব্র্যাণ্ড যে বড়, অস্ত্র বেচার ব্যবসা হয়,
ধর্মরা আজ মারকুটে খুব,   ধর্ম মানে দারুণ ভয়।


কাজেই এখন যুদ্ধে নামো, ফেসবুকে আর টুইটারে,
সব ধর্ম বললে সমান   আচ্ছা করে ধুই তারে।
মরছে মানুষ, ধুঁকছে মানুষ, ধার্মিকদের হাঁকডাকে,
লড়ছে মানুষ, দূরে ঠেলে ভগবান আর আল্লাকে।


আর্যতীর্থ