।ঘাতক।


তোমার ঘরে যখন গেলাম তখন তুমি ঘুৃমোচ্ছিলে,
এমন সময় ঘুমাও তুমি,  ভাবতে কেমন অবাক লাগে,
আরও অবাক,  জানতে এটা আমার এত বছর গেলো
যা হোক আমি পৌঁছেছিলাম,মারতে তোমায় দারুণ রাগে।


একটা জীবন ভুল করেছি, খুন করেছি তোমার পায়ে
বিনিময়ে ছাই দিয়েছো, শুকনো কথায় এড়িয়ে গিয়ে
আজকে আমি মারবো তোমায়, আজাদি চাই তোমার থেকে
অনেক হোলো জীবনযাপন, মুহূর্তদের ভিক্ষা নিয়ে।


কিন্তু তুৃমি ঘুমিয়েছিলে, আলগা হাসি ঠোঁটের কোণে
নিশিথসম চুলের রাশি,   ছড়িয়েছিলো বালিশ জুড়ে
শ্বাসের সাথে উঠছে চাদর, ছন্দ খুঁজে আপনমনে,
জীবন যেন লিখেছে গান, বড় আপন চেনা সুরে


এসেছিলাম তোমার ঘরে তোমায় মারার অস্ত্র নিয়ে
ফিরে গেলাম আমার জীবন তোমার পায়ে অর্ঘ দিয়ে


আর্যতীর্থ