। স্পিড ডায়াল।


মাঝে মাঝে তোমায় আমার দেখার বড় ইচ্ছে করে।
তুমি বলবে এমন কি আর, এক মুঠোফোন মোটে তো
দূর,
স্পিড ডায়ালে  নামটা আমার এমনি কি আর রাখো ভরে,
সময় করে ফোন কোরো খন, কথা বলা যাবে প্রচুর।
আমি বলবো সব কথা কি বলা যাবে অমনভাবে?
যেসব কথায় ঠোঁট নড়ে না, চোখ পড়ে নেয় শুধু চোখে,
এক পৃথিবীর পদ্য এসে হাতের সাথে হাত ছোঁয়াবে,
সেসব কথা ফোনে আবার কেমন ভাবে বলে লোকে?


মাঝে মাঝে তোমায় ছুঁয়ে দেখতে বড় ইচ্ছে করে।
থিরবিজুলির চমক লাগুক আঙুল বেয়ে মনভিতরে,
হাত বাড়ালে দেখতে পাবে ইলশেগুঁড়ি বৃষ্টি পড়ে,
একলা ভেজে মনের উঠান, ভিজবে নাকি এ হাত ধরে?
ইচ্ছে করে তোমার সাথে, ভোরের শহর দেখতে যাবো,
আবছা আলোয় চায়ের দোকান আড়মোড়া তার ভাঙলো সবে,
আমরা খুঁজি আনাচকানাচ, আরেকটু ওম কোথায় পাবো,
চায়ের ভাঁড়ের উষ্ণতাকে ভরলে ঠোঁটে কেমন হবে?


ইচ্ছে করে সুয্যি ওঠা দেখবো তোমার মাঝকপালে,
ইচ্ছে করে আঁকিবুকি আঁকতে তোমার নরম গালে
ইচ্ছে করে চুমু উড়াই আমার দিকে চোখ পাকালে,
এসব আমায় পারবে দিতে কোন মুঠোফোন স্পিড ডায়ালে?


আর্যতীর্থ