। নেতাজী।


শ্যামবাজারে মূর্তি তোমার। খুব বড়।
জন্মদিন।  ফুলের মালা তাই পরো।
নেতারা সব হস্তে মালা। লাইন দিয়ে।
মাইক বাজে। দেশপ্রেমের গান শুনিয়ে।
রক্ত দাও। এনে দেবো স্বাধীনতা।
নেতায় নেতায় রটি গেল এই বারতা।
রঙ অনেক। সব দলেরই  একই সুর।
থাকতে যদি, দেশ এগোতো বহুদূর।
সত্যি নাকি? পারতে তুমি  পাল্টাতে?
এই নেতাদের? দেশের ভালো হয় যাতে?
ঘুণ ধরেছে। এই দেশটার সব কাঠে।
নেতা হলে খুব আরামে দিন কাটে।
মানে জানো? ঘোটালা বা স্ক্যাম কথার?
আবশ্যিক।  ওইটা এখন সব নেতার।
ধম্মো নিয়ে ঝগড়াঝাঁটি।রোজ জবাই।
ময়ূর নেই। পুচ্ছধারী কাক সবাই।
গদীর লোভ। মূল্যবোধে রোজ আপোষ।
এমনটাই কি চেয়েছিলে, সুভাষ বোস?
একটা দিন। তারপর সব ফক্কিকার।
দেশপ্রেম? বিষয় শুধু বক্তৃতার।
বলেন নেতা। মিথ্যেকথার ফুলঝুড়ি।
তুচ্ছ প্রজা। সাহস কি তার ভুল ধরি?
কালকে আবার তুমি একা। শুকনো ফুল।
আরেকটা দিন। নেতা দেবেন অন্য গুল।
ফি জন্মদিন মিথ্যে পুজো। ভাল্লাগে?
সারাবছর একলা থাকো। কাগ হাগে।
নেতার মানে পাল্টে গেছে। জুলুমবাজি।
অনেক নেতা আমার দেশে। এক নেতাজী।


আর্যতীর্থ