। দুকাপ কফি।


দুকাপ কফি একটা টেবিল চোখের সাথে চোখ
নেপথ্যে ওই বলছে জীবন, প্রেমের গল্প হোক।
দুকাপ কফি জুড়িয়ে বুঝি  ঠাণ্ডা হলো ওই
কফির কাপে শ্যামের বাঁশি, জলকে চলো সই।


দুকাপ কফি তুলছে তুফান, বুকের মধ্যে ঢিপ
চোখ দেখছে বাঁকা ভুরু, সুয্যি ওঠা টিপ।
দুকাপ কফি টলোমলো, মন কেঁপেছে নাকি?
স্বল্প আলোয় গল্প শুরু, রূপকথা বাদবাকি।


দু কাপ কফি গল্প শোনে, চোখের কথা মুখে
কত কথা জমে আছে রাইকিশোরীর বুকে।
দু কাপ কফি গরম ধোঁয়ায় প্রেমের কথা মেশায়
চোখেরা আজ আকুল হল ভালোবাসার নেশায়।


দুকাপ কফি রাখছে আশা প্রেমটা যাবে জমে
দুজোড়া চোখ জীবন সেঁকুক নরম প্রেমের ওমে।
দুকাপ কফি এমন ভাবেই ভাঙা জোড়া দেখে
কফির কাপে সবাই যে যার নিজের গল্প লেখে।


দুকাপ কফি একটা টেবিল, শেষ কবে বসেছো?
প্রেমপিরিতির বানের জলে শেষ কবে ভেসেছো?
দু কাপ কফির জন্য সময় বানিয়ে রেখো অল্প
সব জীবনেই একটু থাকুক দুকাপ কফির গল্প।


আর্যতীর্থ