।আরশিনগর।


বাউল, তোমার একতারা গান এতো কেন পাগল করে?
স্থানু হয়ে আটকে থাকি, কি আছে ওই গলার স্বরে?
আমি কেঠো কাজের মানুষ পদ্য থেকে অনেক দূরে
বাউল আমার চোখ ভাসালে এ কোন অচিন গানের সুরে!


কোথায় গো সেই আরশিনগর, খুঁজছো যে ঠাঁই  আকুল গানে?
চেনা চেনা  লাগছে কেন নামটা আমার তা কে জানে!
ঘরের কাছেই বলছো আছে, কিন্তু তবু খুঁজছো তাকে,
রূপসাগরে কাঁচা সোনা কাছেপিঠেই লুকিয়ে থাকে।


বানভাসি ওই গানের কথায় কেঠো মনে ঢেউ লাগালে,
ভালোই ছিলাম ঘরে বসে, ঈশান কোণে ঝড় জাগালে।
তোমার ও গান সাঙ্গ হলে আর কি জীবন ফেরত পাবো,
বাউল, আমার ভাসলো ডিঙা, আরশিনগর খুঁজতে যাবো।


আর্যতীর্থ