। দেশ।


আজকে ওসব বাজে কথা রাখো,
ভোট সংবাদ, নেতার ঘোটালা কথা,
আজকে সেসব ঠাণ্ডা গপপো ছেড়ে
এসোনা, দেশকে দিই কিছু  উষ্ণতা।


জানি এ দেশের অনেক রয়েছে দোষ
জাতের আঁধার, ধর্মের কাঁটাতার,
বেকারির গ্লাণি, আখের গোছানো নেতা
তুচ্ছ বিষয়ে লাগানো ধুন্ধুৃমার!


আজকে ওসব কথা থাক মুলতুবি
আঁধার পেরিয়ে আলোতে থাকুক চোখ
এই দেশটার এত কিছু ভালো আছে
আজকে শুধুই তাদের গল্প হোক।


এদেশকে আজ মেনে চলে সারা বিশ্ব
বেড়েছে শিক্ষা, ঘুরেছে অর্থনীতি
ছোটো ছোটো কিছু ঘটনাকে বাদ দিলে
এখনো রয়েছে শান্তি ও সম্প্রীতি


আসলে এ দেশ তুমি আর আমি মিলে
দেশ এগোবার সব কাঁধে দায় অল্প
সীমান্ত নয়, দেশ মানে জেনে রেখো
তোমার আমার ভালোমন্দের গল্প।


আর্যতীর্থ