। বইমেলাতে গিয়েছিলাম।


আজকে জানো, বইমেলাতে গিয়েছিলাম।
সুযোগ পেয়ে ছুটির দিনে, চাখতে কিছু খুশীর সময়, বইমেলাতে গিয়েছিলাম।
বইয়ের জন্য এখনো লোক কেমন পাগল, নেটজমানায় মনজমিতে আছে কিনা বইয়ের দখল,
এমনি এমনি ঘুরতে কি যায়, নাকি যাওয়া ভালোবাসায়,
সরেজমিন দেখতে সে সব, ছুটির দিনে  সময় করে,
বইমেলাতে গিয়েছিলাম।
এক পৃথিবীর বই সাজানো, হাঁফ ধরে যায় ঘুরে ঘুরে,
পিলপিলিয়ে হাজার মানুষ,  মাছি যেমন আখের গুড়ে
সন্ধানী চোখ জরিপ করে বই কিনছে বই ঘাঁটছে,
মনজুড়ানো এই ছবিটাই দেখবো বলে, আজকে হঠাৎ  বইমেলাতে গিয়েছিলাম।
আমার কোনো দিক ছিলোনা, কি কিনবো তা ঠিক ছিলোনা,
তাই বলে স্রেফ ঘুরেই যাবো, তাতেও যে মন সায় দিলোনা,
খুঁজতে কিছু কবিতার বই, আলুকঝালুক আরো কিছু,
ঘাস চেবানো গরুর মতো, স্টলে স্টলে বেড়াচ্ছিলাম,
সেই কারণেও বলতে পারো, বইমেলাতে গিয়েছিলাম।
শঙ্খ দেখি, সুনীল দেখি, শ্রীজাত আর জয়ও পেলাম,
এসব দেখে কোণের দিকে, খুচরো কিছু স্টলে এলাম,
যে সব কবির নাম শুনিনি, তাদের কত বই ছড়ানো,
হামলে তাদের স্বপ্ন পড়ে, বোঝাই করে পদ্য নিলাম,
মনে হলো এই জন্যই বইমেলাতে গিয়েছিলাম...


আর্যতীর্থ