। ঐতিহ্য।


তোমার যদি কালোয়াতি থাকে,
আমার আছে ভাদু, টুসুগান
তোমার ঘরে রবির গানের আলো
আমার গাঙে ভাটিয়ালির টান।
তুমি যেমন শঙ্খ হেলাল পড়ো,
জীবনানন্দে ধানসিঁড়ি হয় আঁকা
আমার ঘরে আছে ব্রতকথা
কাশীরাম দাস তাকের ওপর রাখা।
তুমি খোঁজো নন্দন চত্বরে
কখন মানিক মৃণাল এলো ঘুরে
আমিও বসে হিমেল শীতের মাঠে
যাত্রা দেখি, মাথায় চাদর মুড়ে।
বড়দিন বা নতুন বছর এলে
কোমর দোলাও ইঙ্গগানের সুরে
আমার তখন পৌষ মাসের পাবন
পিঠে পুলি এবং নলেনগুড়ে।
গাজী কিংবা চড়কমেলায় করি
বেশ কটা দিন হুল্লোড় হইচই
শুনেছি যে তোমার মেলা জুড়ে
এক পৃথিবীর ছড়িয়ে থাকে বই।
তোমার আমার জীবন মেলে শুধু
বোশেখমাসের প্রথম দিনে এসে
বাকি সময় বঙ্গজীবনযাপন,
বলতে পারো, নেহাতই একপেশে।
তোমার যেমন রবি ঠাকুর আছেন
আমার আছেন সিরাজ, লালন সাঁই
গঙ্গা এবং পদ্মা নদীর মতো
বাংলা দিয়ে দুজন বয়ে যাই।
ঐতিহ্য বলতে পারো এসব,
এদের সাথে যোগ যে নাড়ির টানে,
এসব দিয়েই বাঙালীকে চিনো
ভাগ কোরো না হিন্দু মুসলমানে।


আর্যতীর্থ