।আসছি একটু পরে।


তুমি যাও আমি আসছি একটু পরে,
আমার এখনো বাকি রয়ে গেছে কাজ,
হিসেব মেলানো দেনাপাওনার ঘরে,
টান করে নেওয়া কপালের কিছু ভাঁজ।
অযাচিত ভাবে সাহায্য কত পেয়ে
ভুলে গেছি  দিতে শুকনো ধন্যবাদও
ঘড়িটার দিকে যখনই দেখেছি চেয়ে
সময় বলেছে বাক্সপ্যাঁটরা বাঁধো।
আমার সময় হয়নি সেখানে থামার,
কাজ শেষে হাত মেলাইনি সেই হাতে
কৃতজ্ঞতার ঋণের বোঝাটা আমার
কমিয়ে না নিলে পারবো না সামলাতে।
কিছু কিছু পায়ে প্রণাম করা যে বাকি
মুছে নেওয়া বাকি কিছুটা চোখের জল
' আবার আসব' কথা দিয়ে দেওয়া ফাঁকি
দায় এড়াবার কিছুটা কপট ছল।
এসবের বোঝা মাথায় চেপেছে সবই
দেনা না মিটিয়ে কিভাবে সামনে যাবো?
স্লেট মুছে নিলে তবে তো নতুন ছবি,
নয়তো আবার আঁকতে হোঁচট খাবো।
কথাদের ভুলে ভেঙে গেলো কিছু বুক
কিছু মন হলো খামোখাই ভাঙচুর
মেনে নিতে হবে সেইসব ভুলচুক
কোথায় কতটা খণ্ডিত হলো সুর।
ছেঁড়াসুতো কিছু বাকি আছে মারা গিঁট
বুকের ক্ষতরা কিছুটা ভরাট হোক
উষ্ণতা খুঁজে যত হিম মারপিট
পালিত হয়নি  সেসব কথার শোক।
হুড়মুড় করে সামনে যাওয়ার আগে
মেটাতে চাইছি কর্জ হিসেব করে
দেখি সেই কাজে কতটা সময় লাগে
তুমি যাও,আমি আসছি একটু পরে।


আর্যতীর্থ