।হাত বাড়ানোর আগে।


হাত বাড়ালেই মিলবে যে হাত আর হাতে
ওসব শুধু চলচ্চিত্রে হয় মশাই,
হ্যারিকেন যে কখন যাবে কার হাতে
পঞ্জিকাতে সেই ব্যাপারে তথ্য নাই।


হাত বাড়ালে বরং লোকে ভয় পাবে
হয়তো আছো চাঁদা তোলার ফন্দীতে
সুযোগ বুঝে অন্যদিকে দৌড়াবে
বয়েই গেছে বন্ধু ভেবে মন দিতে।


কিংবা হয়তো ভাবতে পারে মন্দ আরও
ধার কিংবা ঘু্ষের জন্য হাত বাড়াও
বাইরে তবে পড়বে না হে একটি মারও
যতই তুমি বন্ধু হবার দোহাই দাও।


লোককেই বা দোষ দেবে আর কি বলে?
ভারচুয়ালে হাত এগিয়ে আসে নানা
ঠকিয়ে দিয়ে সব লুটে সে উধাও হলে
তারপরে কি ঘটে সেটা সবার জানা।


চোখে মুখে হাতে লেখা  অবিশ্বাস
চেনার গণ্ডীর বাইরে যেতে দারুণ ভয়
বন্ধুতাদের খারাপ সময়, নাভিশ্বাস,
কলি যুগে হাত বাড়ালেই বন্ধু নয়।


আর্যতীর্থ