। মিডিয়া।


বলতে পারি, কিন্তু মশায়, শুনতে পাবেন?
অল্প শুনেই বাকিটুকু জল মেশাবেন।
অর্ধবধির কর্ণকুহর অনেকদিনই,
ঠেকায় পড়লে বলতে পারেন ঠিক শুনিনি।


চোখজোড়াদের একচোখোমি সুবিদিত,
দেখার ছুতোয় অন্ধ সেজে চুক্কি দিতো
চোখের সামনে ঘটছে যেসব দৃশ্যপটে
দেখেছি সব বলতে পারা কষ্ট বটে।


জিভের কথা বলবেন আর কোন মুখে
আকাশপাতাল পশ্চাতে আর সম্মুখে
তেলা মাথায় তেল দিতে আর কি কষ্ট
জায়গামাফিক জুবান করেন আড়ষ্ট


নাসিকাটি আজও প্রখর, মানছি তা,
নানান কাজের বহর দেখে, জানছি তা
জায়গামতো ফোঁকড়ে যান ঠিক গলে
বস্তুত ওই নাক গলিয়েই দিন চলে


তাই বলছি, লাভ হবে কি সব বলে?
মন বেঁধেছেন বাধ্যবাধক শৃঙ্খলে
আপনার নাম দিকে দিকে বন্দিত,
আমরা জানি, আপনি প্রতিবন্ধিত।


আর্যতীর্থ