। জীবন ছোটো হোক।


জীবন মানে যদি বার্ধক্য টেনে যাওয়া হয় স্বাদহীন  অভ্যাসী চিউংগামের মতো,
আমায় জীবন তবে ছোটোখাটো দিও। মৃত্যু এলে নিতে,  যেন বলতে পারে সময়,
লোকটা কয়েকটা দিন বেশী আরও বাঁচলে ভালো হতো!
যে বয়েসে সারাদিনে একটিবারও প্রেম পাবেনা
চকাম করে চুমো দিলে তুমি  বলবে ভীমরতি
যে বয়েসে শক্তি বা শঙ্খর লাইন চেনা যাবে না
জানবোনা কবিতারা কেমন সাজুগুজু করেছে সম্প্রতি,
যখন বসন্ত এলে আমার বাহাত্তুরে চোখ কৃষ্ণচুড়া খুঁজতে নারাজ,
যখন কেমন আছি জানতে চাইলে কায়ক্লেশে বলবো আছি বেঁচে,
তবে মৃত্যু দিও,অমনভাবে জীবন টেনে আমার নেই কাজ,
সে বয়েসে পৌঁছাতে আমার ভারী বয়েই গেছে!
যেদিন গানকে কোলাহল বলে মনে হবে,কবিতাকে মনে হবে পাগুলে প্রলাপ,
যদি যৌবন হয়ে দাঁড়ায় শ্রেণীশত্রু,  আর জীবনের মানে হয় স্মৃতি রোমন্থন,
তার আগে থামতে হবে, সেরকম  ভাবে দিন টেনে যাওয়া পাপ,
দীর্ঘ জীবন দিয়ে সে নরক  দেখিও না,  যবনিকাপাত করে থামিও জীবন।


আর্যতীর্থ