। বাগান।


তোমার জন্য হরেক ফুলে বাগান সাজিয়েছি,
মালি তো নই, তাই জানিনা কি ফুল তোমার প্রিয়
সব ফুলই তো সুন্দরী হয়, কে আর খেঁদি পেঁচি,
চাইলে পরে ইচ্ছেমতন কাউকে বেছে নিয়ো।


প্রিয় কাউকে হতেই হবে সেটাই বা কে বলে?
হাজার ফুলের গন্ধ হাজার,  লক্ষরকম রঙ,
বাগান থেকে একটা দুটো বাছলে কি আর চলে?
মুখ্যু লোকে করে অমন গোলাপ  বাছার ঢং।


মুখ্যু বলে তোমায় বাপু ডাকবেনা শত্রুও
বরং তোমার বুদ্ধি নিয়ে গল্প আছে নানা
তুমি হেসে গাছগুলিকে আলতো হাতে ছুঁয়ো
ফুলের কুঁড়ির চাই তো কিছু ফুটবার বাহানা।


ফুল থাকলে তবেই কি হয় বাগানখানা দামী?
সবুজ পাতায় ভরা ডালের মূল্য নেই কি কোনো?
ধরতে গেলে, ফুলফলহীন গাছের মতোই আমি,
তবুও তো আমায় তোমার বন্ধু বলেই গোনো।


খবরীরা খবর পেলে করবেই হাউ মাউ
বিনিপয়সার বিকিকিনি থাক না গোপনীয়
তোমায় দিলাম ছোট্ট বাগান, সঙ্গে আমি ফাউ
তোমার ছোঁয়ায় ইচ্ছেমতন ফুল ফুটিয়ে নিও।


আর্যতীর্থ