। বসন্ত বিলাপ।


বসন্ত কি সন্ত নাকি এসে গেলেই শান্তি পাবে?
যতই চেঁচাও বসন্ত তো নিজের মত আসবে যাবে।
প্রেম যদি এই এক ঋতুতে বাকিরা হায় করবে কি?
পাঁচটা ঋতু ধরে মানুষ ঝগড়া করেই মরবে কি?


গ্রীষ্মকালে প্যাচপ্যাচে গা,  দরদরিয়ে ঘর্ম হয়
ঘেমোগায়ে প্রেম করা তো চাট্টিখানি কর্ম নয়।
ভালবাসা এতই ভীতু পালিয়ে যাবে সেই ভয়ে?
প্রেমকে যাবে দিব্যি দেখা একটা ডাবে দুই স্ট্রয়ে।


রাস্তাঘাটে এক হাঁটুজল ছপছপানো বর্ষাকাল
ঝুপুস ভিজে কাকের মত,প্রেমের তখন হাঁড়ির হাল।
একটা ছাতায় দুইখানা মন আধভেজা হয় একসাথে
বৃষ্টিফোঁটার আবোলতাবোল প্রেমের পদ্য জানলাতে।


শরৎকালে নীল আকাশে পেঁজা তুলোর মেঘ ওড়ে
পুজোর সময় প্রেমটা দূরে থাকবে বলো কি করে?
চোখে চোখে বিজলি ঝিলিক ঠাকুর দেখার ফাঁকে ফাঁকে
কাঠখোট্টা মনও তখন দুলতে পারে প্রেমের ডাকে।


ঝরাপাতা জড়ো হলো বনের সারা উঠোন জুড়ে
হেমন্তে ঠিক প্রেম জমে যায় ঘুম না আসা এক দুপুরে।
শীতের সময় এক চাদরে লুকিয়ে থাকে খুনসুটি
দুজন মিলে জমিয়ে কাটাও বড়দিনের সেই ছুটি।


বছর জুড়ে প্রেমপিরিতির নানান রকম স্বাদ
সমস্তটাই না চাখলে যে জীবনটা বরবাদ।
তবু তোমার মাথায় কেন বসন্ত ভুত চাপে?
প্রেমটা বেকার নষ্ট করো বসন্তবিলাপে।


আর্যতীর্থ