। ভ্যালেন্টাইন।


আজকে একটা রক্তগোলাপ দিয়ো
পাঁপড়ি ছুঁলে তোমার ছোঁয়া পাবো
আজকে তুমি রীনা ব্রাউন হয়ো
তোমার সাথে সপ্তপদী যাবো।
আজকে একটু মুখ বেঁকিও হেসে
আলতো আদর চোখে মাখা থাকুক
আজকে  তুমি রাইকিশোরী হয়ো
ডাকাত বাঁশী আবার তোমায় ডাকুক।
আজকে চলো কফির কাপে বসি
দোকানে নয়, দুজন মিলে একা
আগের মতো তোমার বাঁকা ভুরু
ফাগুনমাসে দিক না আগুনছ্যাঁকা।
আজকে একটু বেহিসাবি হবো
রান্নাঘরে ধরবো আঁচল টেনে
আজকে যত উদ্ভুটে সব সোহাগ
হাজির করবো তোমার সামনে এনে।
আজকে আমার বায়না শুনতে হবে
কালকে থেকে  আবার শুরু কাজ
আজকে যারা রুটিন মেনে চলে
অকম্মাদের মাথায় পড়ুক বাজ।
আজকে একটু জাপ্টে ধরে থেকো
পাঞ্জাবীতে যাক না সিঁদুর লেগে
মাঝবয়েসের কুঁকড়ে থাকা মন
একটা দিন তো ভাসুক প্রেমের বেগে।
সংসারটার রোজের জোয়াল ঠেলি
প্রেম নিয়ে আর সময় কোথায় ভাবার
রোজনামচায় আজকে দিলাম ছুটি
আজকে আমি প্রেমিক হবো আবার।


আর্যতীর্থ