। শাক মাছ।


(শুনলাম কিছু লোকে ধর্মের বেড়া টানে রবি নজরুলে....)


কাঠকুটো দাও, জ্বালবো আগুন, পুড়বো ধিকি ধিকি,
জ্বলুক কলম, আগুন দিয়ে ভাষার  দলিল লিখি।


ভেজা মনের গা শুকাবো, গনগনে আঁচ চাই,
শাক লিখেছে অনেক কলম, এইবারে মাছ চাই।
মাছ খুঁজতে বাজার গেলাম, ভরা কবির হাট,
আগুন দেখেই হুট করে সব বন্ধ দোকানপাট।


এক হাটুরে ফিসফিসিয়ে বললো আমায় ডেকে,
পঙ্গপালে আসবে ছুটে অমন আগুন দেখে।
আগুন নেভাও,  বাড়ি গিয়ে হিসেবী চুল বাঁধো,
মাছ বাদ দাও, পদ্যে তোমার শাকের ঘন্ট রাঁধো।


আমি বলি, ও হাটুরে, আগুন সবাই নিভিয়ে দিলে,
ভাষার ডাকে মশাল জ্বেলে কেমন করে যাই মিছিলে?
সাহিত্যকে  ধর্ম এখন মারছে ধরছে যেমনভাবে,
যে কোনোদিন ভাষা আবার শহীদ হতে ডাক পাঠাবে।


শাকের ক্ষেতে আগুন দিয়ে মাছ রেখেছি ঘরে পুষে,
রান্নাবাড়া ঝালিয়ে নেবো নতুন করে ফেব একুশে।


আর্যতীর্থ