। বাঘ।


কিছুই তেমন ভাবছি না আর, এ জঙ্গলে।
রোজ দুবেলা খাদ্যখাদক চিন্তা কেবল
কোন সুযোগে শিকার গেলো ফোকড় গলে,
সে সব নিয়ে হিসেবনিকেশ করছি প্রবল।


শিকার কি আর সখের ব্যাপার, করছি রোজই,
বিন শিকারে পেট চলে কি এ মাংশাসীর,
লিস্টি মিলাই,  সংখ্যা কত তৃণভোজীর,
কাদেরকে ঠিক ডরাচ্ছে না হায়না হাসি।


দলভারী হোক, ভয় পেলে হয় খুব সুবিধে,
আভাস থাকুক আসন্ন এক বিপর্যয়ের,
সহজ ভাবে মাংস জোটে হাঘর খিদের,
চাই তো সেটাই, অরণ্যে থাক সবাই ভয়ে।


ভয় দেখিয়েই চালাচ্ছি রাজ, এ জঙ্গলে।
শিকার করার সুযোগ পেলেই শিকার ধরি।
শাকাশীরা যতই ভারী হোক না দলে,
ভয়ের সামনে মূল্য তাদের কানাকড়ির।


আর্যতীর্থ