।বড় হতে দাও।


  হাত ছেড়ে দাও, পা দুখানা শক্ত হতে হবে,
গরাস মেখে খাওয়ালে আর খুঁজবে খাবার কবে
হোঁচট খেয়ে যাক না পড়ে
হাত পা কেটে আঙুল ছড়ে
একলা চলা শিখতে হবে ব্যথার অনুভবে।


আমরা যতই আগলে রাখি ছেলেমানুষ ভেবে
রুক্ষ মাটি ফাঁক পেলে তার হিসেব বুঝে নেবে
জীবন যদি সুখেই মোড়ো
একটু তবে চিন্তা কোরো
সামলাবে কি দুঃখ এসে ধাক্কা যখন দেবে?


হাঁটি হাঁটি পা পা করে চলতে শেখে জানি
বড় হলেও হাত ধরাটা খামোখা হয়রানি
এবার হাঁটুক নিজের পায়ে
ধুলো কাদা লাগুক গায়ে
বৈঠা যে বায় সেই তো বোঝে হালে কত পানি।


তুমি যাকে ঘুড়ি ভাবো আসলে সে পাখি
স্নেহ দিয়ে চক্ষু বেঁধে অন্ধ হয়ে থাকি
উড়ে যাক ডানার জোরে
কেন আছো সুতো ধরে
বড় হতে দাও, এসো এবার লাটাই তুলে রাখি।


আর্যতীর্থ