।কাজডুবি।

ব্যস্ত আছিস? অমনটা তো রোজ থাকিস,
দিবি নাকি আজকে একটু কাজডুবি?
ছু মন্তর! হাত ঘোরালেই কাজ হাপিস,
দুজন মিলে প্ল্যান বানাবো আজগুবি।

হিসেব মতো এখন নাকি বসন্ত
গুমোট গরম! কোকিল ডাকে অভ্যাসে
ঘর্মে ভেজে গাত্রে থাকা বসন তো,
এ সি ছেড়ে বাইরে যেতে জ্বর আসে।

আজকে তবু বাইরে যাবো, চল এখনই
চষবো শহর দুপুরবেলার রোদ্দুরে,
লক্ষ্যবিহীন চরৈবেতির তপ্ত শোণিত,
কেউ জানেনা থামবো গিয়ে কদ্দুরে

চশমাপিছে লুকিয়ে যেসব গল্পরা,
আজকে বেরোক কলপ মেখে সবগুলি
আকাশকুসুম চিত্র যেসব কল্পনার,
রামধনুতে আঁকুক তাদের রংতুলি।

একটু লোকে অবাক হবে,মানছি তা,
আমরা এখন সাতটা ঘাটের জল খাওয়া
আজ দুপুরে কাজের জোয়াল টানছি না,
হুড়ুমতালে বিনা কথায় হই হাওয়া।

হোক না অবাক, যায় আসে না কিচ্ছুটি
বাইরে কোকিল ডাক দিয়েছে, যাচ্ছি তাই,
দিন কাটাবো আজকে বেবাক বিদঘুটি,
কারোর কাছে কৈফিয়তের ইচ্ছা নাই।

আর্যতীর্থ