। পয়ষট্টি কোটি।


যা না রে মেয়ে, ঝড় তুলে দে ব্যাটে বলে,
নাক সিঁটকানো এদেশটা আজ তোর দখলে।
চিতায় জ্বালা টিটকিরি আর টোনগুলোকে
আগুন ছোটা, স্বপ্নরা আজ ডাকছে তোকে।


সেই মেয়েটা নামবে মাঠে তোরই সাথে
স্কুল ছাড়ানো বিয়ের সিঁদুর যার মাথাতে
খেলতে যাবে ওই কিশোরী কাজের মেয়েটাও
যার কাছে আজ মিথ্যে কথা 'বেটি পড়াও'।


স্থির দুচোখে স্টান্স নিয়ে যেই দাঁড়াস ক্রিজে,
ভাবিসনা মেয়ে, একলা লড়িস যুদ্ধে নিজে
গ্র্যাজুয়েট ওই মেয়েটা দাঁড়ায় তোরই সাথে
বি পি ও তে রাত জাগে সে, প্রতি রাতে।


ঠেঙিয়ে যখন বল পাঠাবি সীমানা ওপারে,
উৎসাহেতে ফাটবে পাড়া প্রচণ্ড চিৎকারে
কন্যাভ্রুণের অপরাধে কোল হোলো যার খালি
ব্যাঁকা হেসে ওই মেয়েটাও দেবে রে হাততালি।


বল হাতে যেই ছিটকে দিবি বিপক্ষ উইকেট
'মেয়ে তো, তাই পারবেনা' দের অমনি মাথা হেঁট।
তোদের জন্য কম পড়ে যায় ক্রিকেট খেলার মাঠই
এগারো জন নোস রে তোরা, পয়ষট্টি কোটি।


জিতিস হারিস তাতে তো আর যায় আসেনা কিছু
'মেয়ে তো তাই পারবেনা'দের আজকে মাথা নিচু।


আর্যতীর্থ