। প্রার্থনা।


বানভাসি যেইভাবে আকাশের দিকে দেখে,
চিঁড়েগুড় কম্বল ইত্যাদি বয়ে নিয়ে কখন আসবে উড়ে হেলিকপটার,
অঞ্জলি করপুটে না বোঝা মন্ত্র বলে , প্রার্থনা হবে কেন তেমন তোমার?
চাইবার যদি হয়, শুভেচ্ছা চেয়ে নাও,
শুভ হোক ভাবনারা, শুভ থাক দৃষ্টি, বাক্য আর তোমার শ্রবণে,
নিজস্ব সুখ নয়,
পড়শী ও পথচারী, সকলের শুভ তুমি চেয়ো মনে মনে।
যতদূর এসে গেছো এবং এখান থেকে যতদূরে যাবে,
সেই রোডম্যাপটুকু নিয়মিত আঁকা হয় কিছুটা তোমার কাজ কিছুটা স্বভাবে।
রূপ যশ আয়ু ধন ভিক্ষায় চাইছো যা দৈবের থেকে,
দিনযাপনের ভাঁজে একটু আধটু ছিটে পাই প্রত্যেকে।
বাড়ানো কমানো লেখা তোমার দুহাতে,
খামোখা ওসব চেয়ে দেহি দেহি দেহি বলে চিৎকার কেন করো মন্ত্রের সাথে?
নিজের জন্য যদি কিছু থাকে চাইবার,
এই ক্রীত আর বিকৃত মানসের  যুগে, শিরদাঁড়া চেয়ে নিয়ো জীবনে তোমার।
বিনারং জিভ চেয়ো ,নিষ্কম্প কন্ঠ  চেয়ো,
চেয়ে নিও সে সাহস, যার ছোঁয়া বুকে পেলে রাজাকে নির্দ্বিধায় উলঙ্গ বলে দেওয়া যায়,
রূপ যশ ইত্যাদি চিঁড়েগুড় চেয়ে নিলে,
প্রার্থনা বদলায় ত্রাণভিক্ষায়।


আর্যতীর্থ