। প্রগতি।


মস্তি কথাটাতে বড় বেশি মদের গন্ধ এখন।
হাসিরা সব চলে গেছে সেলফির পাগলামির দখলে।
মন খুলে বিনা ফোন কথা বলা অবলুপ্তির পথে।
ভালোবাসাতেও রংবেরঙের ইমোজিরা চুপকথা বলে।
এসবই যদি প্রগতির দাবী হয়, তবে আমায় রেহাই দাও, সভ্যতা।
আমি এই বসে পড়লাম, এগোনোর কষ্ট করবো না অযথা।


কতটুকু বদলেছে বলো দিনকাল এই যান্ত্রিক যুগে?
ধর্মের দোষে খুন হচ্ছে অহরহ নিরীহ ছাপোষা কেউ না কেউ।
ধনীরা এখনো বিচার কিনছে নিজের ইচ্ছেমতো।
নেটব্যাঙ্কিং হচ্ছে বলেই মেনে নেবো নাকি আছড়ে পড়েছে উন্নয়নের ঢেউ?
যেই  কিছু গান সিনেমা দেখা আর রেল বিমানের টিকিট লাইন না দিয়ে কাটা হলো,
ব্যাস্ ! অমনি ডংকা বাজলো  এ সবই নাকি বিশ্বজুড়ে অগ্রগতির চূড়ান্ত সাফল্য!


চায়ের দোকানের অস্থাবর আড্ডাগুলো মরে গেলো সি সি ডি’র চাপে।
ডি পি তে লাইক দিতে দিতে বান্ধবীর ত্রিমাত্রিক অবয়ব বিস্মৃতপ্রায়।
উর্ধ্বমুখী বন্ধুতালিকার জবাবীতে পাশের সিটের নিত্যসহযাত্রীর নাম জানি না।
সামনে, ডাইনে , বামে , পিছনে নয়, বেশির ভাগ সময় লোকে নিচে তাকায়।
এই রোজ রিংটোন বদলানো মুঠোফোনি ইমোজিসর্বস্ব বাক্যালাপই প্রগতি নাকি?
একটু বাঁধকে, এই গাড়ি থেকে আমাকে নামিয়ে দাও। আমি নিবিড় অরণ্যের দিকে হাঁটতে থাকি..


আর্যতীর্থ