। প্রথম বাদল।


বাইরে শুনি মেঘ গুড়গুড়, শার্সিতে আলপনা,
আজকে তোমার চোখের শাসন কিচ্ছুতে মানবোনা।
আকাশ দেখি খুব সেজেছে মেঘকালো আঁচলে
পাল্লা খুলে হাত বাড়ালাম বৃষ্টি ছোঁবো বলে।


বৃষ্টিভেজা এ হাত দিয়ে তোমায় ছুঁতে চাই,
এই দুটো হাত বাড়িয়ে দিলাম, কোথায় তুমি রাই?
বর্ষাকালের প্রথম ফোঁটা হীরের চেয়েও দামী,
নষ্ট হতে দেবো সেটা, এতই বোকা আমি?          


রাইকিশোরী মুখ বেঁকিয়ে ওদিক গেলেন চলে
হুকুম দিলেন জানলাগুলো বন্ধ করো বলে।
বৃষ্টি তো নয় , আকাশ থেকে বিষাদ ঝরে আমার,
রাই চেঁচালেন কি হবে আজ ভেজা কাপড়জামার!


বাদলদিনের প্রথম জোয়ারে ভাসাই প্রেমের তরণী
রাই ঝেড়ে কন আহ্ কি আপদ, জানলা বন্ধ করোনি?
বৃষ্টির মুখে সপাটে কপাট বন্ধ করিনু সজোরে,
ভরা বরিষণে কানুর পিরিতি রাইয়ের পড়ে না নজরে।


আর্যতীর্থ