।প্রথম বর্ষা।


চোখের দিকে চোখ রেখেছি বটে,
মনের তাড়স খলবলে ছটফটে,
কথার তবু মেঘ জমে যায় শুধু,


ইলশেগুঁড়ি বৃষ্টি হলেও হতো,
থমথমে মেঘ করছে ইতস্তত
পরিস্থিতি মরুর মতন ধু ধু..


খামতি তো নেই বিজলি হানায় কিছু
কটাক্ষপাত ঠিক নিশানার পিছু,
বজ্রপাতের হয়তো বা ভয় আছে,


শুনছি নিজের মনেই নিজের ধমক,
বৃষ্টি নামা , যেমন ভাবেই তা হোক,
মনকথারা অমন করেই বাঁচে..


দুম করে এক দারুণ খামখেয়ালে,
লালচে আভা সাজিয়ে নিয়ে গালে
মিষ্টি হেসে আমায় বলে মেয়ে


বাঘ সিংহী ভাবলে আমায় ভাবো
সত্যি কি আর চিবিয়ে তোমায় খাবো
আলাপ করেই দেখো না তার চেয়ে।


অমনি আসে বৃষ্টি ভীষণ ঝেঁপে,
হাওয়ায় দু মন উঠলো প্রবল  কেঁপে,
জলের ঝাপট ভিজিয়ে দিলো গা,


তখন থেকে চলছি ভেজা মাথায়
দিব্যি বাঁচি আমরা বিনা ছাতায়
মেয়ে ধারাপাত থামতে দিলো না।


আর্যতীর্থ