। প্রৌঢ়ত্ব।


ঘড়ির কাঁটারা টিকটিক করে, প্রতি সেকেন্ডে বুড়িয়ে যাচ্ছি,
ক্লান্তির ছায়া দীর্ঘ হচ্ছে, রোজ আরেকটু ফুরিয়ে যাচ্ছি।
ফেলে আসা কিছু ভুলের ক্ষততে চুঁইয়ে এখনো রক্ত ঝরছে
থেমে বসে যাওয়া লেখেনি নিয়মে ,যদিও চলতে খুঁড়িয়ে যাচ্ছি।


যেখানে যেটুকু বন্ধুতা পাই, প্রাণপণে সেটা কুড়িয়ে যাচ্ছি,
তিক্ততা ঘেঁটে তপ্ত জীবন, ভালোবাসা ফুঁয়ে জুড়িয়ে যাচ্ছি
খুশীর মুক্তো কোথায় কি আছে, স্মৃতির সুক্তি খুলে তা দেখছি
জীবন একটু গুছিয়ে রাখতে, কিছুটা সময় পুড়িয়ে যাচ্ছি।


ক্রমশ বুঝছি জীবন ছোট্ট, সন্ধিনিশান উড়িয়ে যাচ্ছি,
রাগের মাথায় করা ভুলগুলো, সুযোগ থাকলে গুঁড়িয়ে যাচ্ছি।
দূরে চলে যাওয়া মানষজনকে ভুল মেনে নিয়ে খুঁজতে থাকছি
অতীতের কিছু উত্তাপ পেতে সময়ের চাকা ঘুরিয়ে যাচ্ছি।


পশ্চিমদিকে চলেছে সূর্য, কিছু রোদ্দুর চুরিয়ে যাচ্ছি,
অস্তাচলের সময় অজানা, নটেগাছগুলো মুড়িয়ে যাচ্ছি।


আর্যতীর্থ