। পুতুল।


ধর্ম যখন রাজনীতিকে সাপের মতন পাকিয়ে ওঠে,
ভোটের বুলি মিথ্যে শোনায় প্রগতিকে মাখিয়ে ঠোঁটে,
সমদর্শী’র মানে যখন দাঁড়ায় ধর্মবিরুদ্ধতা,
রূপকথাদের আবর্জনায় বিজ্ঞান হয় মরাসোঁতা,
ইষ্টনামের জপকে যখন বদলায় কেউ যুদ্ধডাকে,
ইনিয়েবিনিয়ে শাসক যখন মান্যতা দেন হিংস্রতাকে,
অদৃশ্য এক ওপরওয়ালা দৃশ্য মানুষ দেন করে ভাগ,
জেহাদ নামক তকমা জোটায় দুইধর্মের প্রেমঅনুরাগ,
শক্তি যখন ভক্তিভানে মুচড়িয়ে দেয় সুবুদ্ধিকে,
ভাতের থেকে সৌধ বড়, রাষ্ট্র শানায় সে যুক্তিকে,
দাঙ্গা যখন রোজের খবর, খুনভিডিও ঘুরছে নেটে,
শিক্ষিত লোক বিভেদকামী মিথ্যে গুজব খাচ্ছে চেটে,
যোগ্যতামান ডিগবাজি খায় জাতের নামে আরক্ষণে,
নেতা যখন মন ঢেলে দেন ভেদাভেদের বীজবপনে,
হাসপাতাল আর পুলিশ স্টেশন যখন ভাঙে ‘জনরোষে’
সাধারণ লোক খুন হয়ে যায় ভুল পতাকা বওয়ার দোষে,
ধনী যখন ব্যাঙ্ক লুটে নেয় সেরেফ করে ফেরেববাজি,
আত্মহত্যা ধরতে গেলে চাষীর ঘরে রোজের কাজই,
শিক্ষা যখন মূল্যবিহীন , সুপারিশই সবার ওপর,
গরুবাছুর রক্ষিত হয় , নারীধর্ষণ রোজের খবর,
খারাপ খবর রোজ কাগজে তাকিয়ে থাকে তোমার দিকে,


বুঝবে তখন সব নাগরিক পুতুল হওয়া নিচ্ছে শিখে...


আর্যতীর্থ