। রাজ- নীতি।


নজর ঘোরাও নজর ঘোরাও, যেইভাবে হোক নজর ঘোরাও,
অন্য দিকে নাচছে রাধা তাই দেখাতে তৈল পোড়াও।
সওয়ালি হুল  আসছে ছুটে
খেয়ালি ভুল উঠছে ফুটে
সেসব নিয়ে উঠলে সওয়াল চেঁচিয়ে ওঠো ‘ করিস তোরাও!’
সূক্ষ্ণ ভাবে লাগাও কাজে বিভেদ করা ‘ আমরা - ওরা’ ও।


আশপাশে যে জ্বলছে আগুন, ঝলসে দিচ্ছে লজ্জা আঁচে,
সেসব ঢাকো আবেগ ধোঁয়ায়, ঘুরিয়ে বলা কথার প্যাঁচে।
প্রশ্ন ঢাকো প্রশ্ন দিয়ে,
পুরোনো চাল মসনদি এ
সঙ্গে রেখো নট ও নটী , মন ভোলাবে পুতুলনাচে,
মিথ্যে যদি জলুস ছড়ায়, সত্যি তখন লুকিয়ে বাঁচে।


প্রচারে নাও লক্ষ ঢাকী আওয়াজে হোক কান পাতা দায়,
ধর্মের ষাঁড় পোষ্য রেখো, তোমার কথায় যারা গুঁতায়।
বাবা বাছায় কাজ না হলে
গুছিয়ে দিও বাঁশ তাহলে
বিভাজনই আসল শাসন সেই কথাটা রেখো মাথায়,
কেউ যেন না সওয়াল তোলে ও রাজা তোর কাপড় কোথায়।


নজর ঘোরাও নজর ঘোরাও যেদিক দিয়ে যেমন পারো,
অলীক আশার ঘুড়ি ওড়াও ইচ্ছেমতন সুতো ছাড়ো।
দগদগে সব পোড়ার দাগে
যেসব লোকের কষ্ট লাগে,
তাদের বোলো দেশদ্রোহী, সুযোগ পেলেই গোপ্তা মারো,
মগডালেতে চড়াও গরু সুদিন আসার গল্পটারও।


আর্যতীর্থ