। রাজার লিস্টি।


লিস্টি বানাও, লিস্টি বানাও,
কোথায় কেমন কাজ কি হলো
ছিলো না যা আজ কি হলো
অন্ত  শুরু মাঝ কি হলো,
রাজার হাতের ছোঁয়া পাওয়া
সমস্তদের ফিরিস্তি দাও,
কোথায় কেমন গাইলো কে পোঁ
কোথায় কেমন বাদ্যি হলো,
লিস্টি বানাও, লিস্টি বানাও।


সৃষ্টিছাড়া ভোটের পারা
কখন ওঠে কখন নামে,
কখন সে ডান, কখন বামে
চলতে চলতে কখন থামে
এসব নিয়ে হিসেব করে
সমস্ত রঙ দিশেহারা।
যে রঙ বসে  সিংহাসনে
তারাও কি আর রয় আরামে,
হাঁকেন হুকুম রাজামশাই,
লিস্টি বানা, লিস্টি বাড়া।


লিস্টিতে সব মিষ্টি লেখা,
কোথায় কত দাতব্য আর
উন্নতিতে কি নব্য তাঁর,
লাভ হয়েছে কি সভ্যতার
তাঁর আমলে, সবটুকুনি ঝোল
টেনে নেন কোলে একা।
আগের আমল দোষের ভাগী
খামতি ছিলো যে যোগ্যতার
নাচতে তারা জানতো না তাই
বলেছিলো উঠোন বেঁকা।


লিস্টি বানাও, লিস্টি বাড়াও,
দিকে দিকে ঢোলক বাজে,
সহজ শ্লোগান কথার সাজে
আড্ডা বাজার সভার মাঝে
চেঁচিয়ে কানের পোকা নাড়াও,
গলতি যেসব যাচ্ছে দেখা
আওয়াজ দিয়ে ঢাকুক তারাও,
কেউ যেন না বুঝতে পারে,
পথ রয়েছে আমরা ছাড়াও।


আসল কথা, যেভাবে হোক
বিরোধীকে ভোটে হারাও...


আর্যতীর্থ