। রাখাল।


তুই ডান বাঁ ওপর কিংবা নিচে দেখিস না কিচ্ছুটি,
কার ধড়ে কার মুড়ো জুড়ে সুযোগী বিচ্যুতি,
যুক্তি সে সব অন্ধ করে ডেটার প্যাকে খন্দ করে,
ফরওয়ার্ডের কুমীর ছাড়িস হোয়াটসঅ্যাপের খালে,
ফেক ভিডিও পেলেই পাঠাস বুদ্ধিকে হরতালে।


রাখাল রে , কাল সত্যি যদি বাঘ পড়ে তোর পালে?


তোর সাপটাসিধে সরল মনের সুযোগ নেওয়া সোজা,
সে ধান্দাতেই রামের কাজে যদুর নামটা গোঁজা।
ধর্মবাজের ভাবনা সেটাই , কোন মনে কি মিথ্যে ছেটাই,
হিংসা ছড়াক ভক্তিভানে দেশ জুড়ে গোলমালে,
ঘোলাজলে মাছ ধরা যায় তাই নিয়ে চমকালে।


ভাব না রাখাল, সত্যি যদি বাঘ পড়ে যায় পালে?


আজগুবি সব বনছে খবর প্রমাণ ছুঁড়ে ফেলে,
গুল দেওয়াটা বড়ই সহজ সঠিক শ্রোতা পেলে।
ঠকেও কি আর নড়ছে টনক গুগল করা কষ্টজনক,
গুল্পরা সব তথ্য সাজে পরের মুখের ঝালে,
সত্যি কথার বাজার গেছে মিথ্যা প্রচারচালে,


হায় রে রাখাল, সত্যি যদি বাঘ পড়ে যায় পালে?


পয়সা বিনা প্রচার পাবার সুযোগ ছাড়ে কেউ?
রোজ এসে যায় ভাবাবেগে সুড়সুড়িদের ঢেউ
কোন ডাক্তার মারলো রোগী ( সত্যি জানার নেই সুযোগই)
বিনযাচাইয়ে যে যার মতো হিসহিসে বিষ ঢালে,
হচ্ছে খরচ হাজার জি বি  ব্যাপক গালাগালে,


মালুম হবে এর ফলাফল হালুম হলে পালে।


আর্যতীর্থ