। রক্ত।


শিউরে উঠে বিভিন্ন ঈশ্বর, পা ধুয়ে নেন স্বর্গনদীর জলে।
চ্যাটচ্যটে যে তরল লেগে চরণকমলতলে,
বস্তুত তা হওয়ার কথা বিধর্মীদের রক্ত,
তেমন বলেই মাখিয়ে গেছে যতেক মহাভক্ত।
সমস্যা সেইখানে, কালচে বরণ জমাট বাঁধা রঙে,
পরীক্ষাতে নানানরকম ঢঙে,
অলৌকিকেও ঈশ্বরেরা পাচ্ছেন না খুঁজে,
কোন লালটা কোন ধর্মের মানুষ সেটা কেমন করে বোঝে।
গোল বেঁধেছে এই নিয়ে খুব বিভিন্ন ঈশ্বরে,
কার ভক্তের খুন গিয়ে আজ কার পায়ে যে পড়ে,
হচ্ছে না তা বোধগম্য কারোর কোনোক্রমে
কিন্তু রোজই ছিটকে আরো রক্ত ওঠে জমে,
ধুতে ধুতে বিষিয়ে যাচ্ছে স্বর্গনদীর জল( মতান্তরে পানি)
দূষণ ছড়ায় অমর্ত্যতে বলি ও কুরবানি।
সক্কলে নিশ্চুপ,
সন্ধেপ্রদীপ, আজানধ্বনি, তুলসীতলায় ধূপ,
ওসব দিয়ে তাঁদেরকে কেউ ডাকেনা আজকাল,
উপাসনা বাধ্যবাধক রক্ত লেগে লাল।
কি করা যায় তবে,
রক্ত দেখে ধর্ম মাপা কেমন করে হবে?
অনাদ্যন্ত জ্বলন্ত এই সমস্যাতে ভুগতে থাকেন বিভিন্ন ঈশ্বর,
ধর্মবিহীন রক্ত শুকায়, মেলে না উত্তর....


আর্যতীর্থ