। রবিবার।


সবকটা দিন তোকে আমি দিতে পারবো না।
কিছু এলেবেলে কাজ, কিছু বাউণ্ডুলেপনা
একা একা করা ভালো, ওসবে দোকলা হওয়া মানা।
সোম থেকে শনি, নিজেই জানিনা আমি নিজের ঠিকানা।
ধর, কোনো এক ধ্যাধ্ধেড়ে ধুলোমাখা অনামী স্টেশনে,
এ শর্মা নামতে পারে একলা যাত্রী হয়ে । চলেছি কোনো বুনো হাঁসের পেছনে,
হয়তো পত্রিকায় পড়েছি কোথাও এখানে পূর্ণিমাতে মাদলের সাথে হয় সাঁওতালি নাচ,
অথবা কাছেই কোনো অবাধ্য ঝর্ণার গায়ে ঝুঁকে প্রেম করে সোনাঝুরি গাছ,
অথবা সেখানে খুব বড় করে বসে কোনো পরবের মেলা সেসময় ঘেঁষে,
রুকস্যাক কাঁধে আমি ঠিক গিয়ে পড়বো সে দেশে।
বস্তুত বনের মোষ তাড়ানোকেই জীবন করেছি চিরকাল,
ঘরে খেতে পাই কিনা সেটার হিসেব রাখে আমার কপাল।
কিন্তু জানিস, সারাদিন টোটো করা এই পাগলামি,
মাঝে মাঝে এর চেয়ে ছুটি চাই আমি।
মনে হয়, ফিরে আসি, ভেসে চলা জাহাজেরও মাঝে মাঝে দম নিতে লাগে বন্দর,
পায়ের তলার এই সর্ষে সরিয়ে , কোথাও বসতে চাই সফরের পর।
জীবনের সোম থেকে শনি নানা পাগলামো করে,
থিতু হয়ে বসে নেবো ছুটি রোববারে।
সবদিন তোকে আমি পারবো না দিতে, সোম থেকে শনি ভরি পাগলামি দিয়ে,
তবুও আসিস তুই, তবুও থাকিস তুই, বারেবারে ফিরবার রবিবার হয়ে।


আর্যতীর্থ