। রোজের গপ্পো।


আস্তিনে যে গপ্পো আছে সবকটা যে দারুন সরেস, তা বলবো না।
থোড় বড়ি আর খাড়ার মাঝে কোত্থেকে আর জুটিয়ে যাবো তা ধিন ধিনা?
রূপকথাদের গপ্পো যাদের, তাদের ভাগ্যে দুধসায়র আর ব্যাঙ্গমা ব্যাঙ্গমী,
প্রতিদিনের ঘামে ভেজা আপোষকথার রোজনামচায় এসব বিলাস থাকেনা একদমই।
এসব গল্পে নায়ক যারা, বেশীর ভাগই উতরোবে না পাত্র চাইয়ের বিজ্ঞাপণে,
নায়িকারাও তথৈবচ, শক্ত চোয়াল জোয়াল ঠেলে কেঠো কাজের দিনযাপনে।
ঘরদোরেরাও নেহাত পাতি, ময়লাটে সব দেওয়ালচাপা উড়তে চাওয়ার বাসনারা,
সুখ এখানে প্রায় নিখোঁজই, শান্তি ও প্রেম অভাবগুঁতোয় প্রায়শ হয় বাস্তুহারা।
এসব গল্প জমে আছে আমার ঝোলায়,আটপৌরে ঝগড়াঝাঁটি, প্রেম অভিমান ভালোবাসা,
আমার কাছে খবর আছে, ঘিঞ্জি কত ঘুলঘুলিতেও চুপিচুপি বাতাস করে যাওয়া আসা।
সাদামাটা এসব কথায় মাটির গন্ধ লেপ্টে থাকে, অবাস্তবের ফানুস তারা ওড়াবে না,
রূপকথাদের উল্টো চলা রোজের এসব গল্পগাছায় নটেগাছটি পারতপক্ষে মুড়াবে না।


আর্যতীর্থ