।রঙকানা।


কারো রঙ লাল আর কারো রঙ নীল,
মানলাম দুজনের সবেতে অমিল।
তবু কারো বাপ দাদা কারো মা বা মেয়ে
দোর খুলে বসে আছে কেউ পথ চেয়ে।


গেরুয়াই কারো রঙ,কারো বা সবুজ,
আরো কোনো রঙ আছে দেখতে অবুঝ।
যার রঙ তার কাছে হোক না মহান,
রংবাজী যেন কারো না কাড়ে প্রাণ।


বোম রঙ বোঝেই না, গুলিরাও কানা,
তবুও ট্রিগার করে রঙের নিশানা
শেষ হয়ে গেলে সব রঙের ভড়ং,
রাস্তায় পড়ে থাকে তাজা খুন রঙ।


আজ নেতা এই রঙে কাল বিপরীতে,
কে জানে কয়টা মাঘ যায় এক শীতে।
কেন যে বোঝেনা এটা রঙক্রীতদাস,
ওপরমহলে সব মিলেমিশে বাস।


আগুনের রঙ নেই , সবাই কে খায়
ক্ষমতার রঙ তবু পড়শী পোড়ায়।
মসনদে আসে যেই পড়শীর রঙ
অতীতের ক্ষমতার ধোলাই আড়ং।


কারোর মা বা মাসী কারো ছেলে কাকা,
কেড়ে নেয় ভোট এলে রঙের পতাকা
আর কবে রঙেদের ফিরবে এ হুঁশ
যেই রঙই খুন হোক, মরলো মানুষ।


আর্যতীর্থ