সবাইকে ভূত চতুর্দশীর শুভেচ্ছা..
               । সব ভূতুড়ে ।


দিনদুপরে গা ছম ছম তেপান্তরের মাঠে
জনমানুষ যায় না দেখা এ পোড়ো তল্লাটে।
খটর খটর খড়ম পায়ে ব্রহ্মদত্যি হাটে
মেছোভূতে মাছের খোঁজে জটলা করে ঘাটে।


শাকচুন্নির সব স্ক্যান্ডেল মামদো ভূতে জানে
সেই কথাটা কবন্ধ দেয় কারিয়া প্রেতের কানে।
শাক ঢাকতে একশো কিলো শুঁটকি মৎস্য আনে
পেত্নিরা সব মুচ্ছো গেলো সেই মাছেরই ঘ্রাণে।


মাংস দিয়ে রাধছে পায়েস গন্নাকাটার বউ
পোলাপানে খায় না পায়েস  চায় যে খেতে চাউ।
হাঁউ মাউ খাঁউ করছে তারা পিৎজা কোথায়  পাউ
গন্নার বউ চাপড়ে কপাল বলছে কোথায় যাউ।


পেত্নিগুলো জিমে গিয়ে থাকছে ব্যাপক শেপে
একানড়ে তালগাছ সব খুজছে  গুগল ম্যাপে
মামদোভূতের মোবাইল ভরা ভূতুরে সব অ্যাপে
নিয়ম করে সেলফি তোলে ভয় দেখানোর গ্যাপে।


তেপান্তরে কেউ যেও না সে মাঠ সব্বনেশে
ভূতেরা সব কিল মেরে  যায় দিনদুপুরে এসে।
পেত্নি যদি হাত বাড়িয়ে জড়ায় ভালোবেসে
ভূতের বাড়ির জামাই হয়ে মরতে হবে শেষে।


আর্যতীর্থ