। সব জেনোনা।


বরঞ্চ এই একটু দূরে থাকাই ভালো ,
কথার ফাঁকে একটু আঁধার রাখাই ভালো
যুগ ভালো নয়,
অনেক বলেও বাকি থাকুক অল্প কিছু,
ভিন্নস্বাদের একলা থাকা গল্প কিছু
জমুক নাহয়।
সব ঘটনার বিশদ বলা কঠিন ব্যাপার
বিস্তারিত পঞ্জীকথন জটিল ব্যাপার,
একটা দুটো উহ্য থাকুক,
উপুর করি আটানব্বই কথার ঝাঁপি
সেই ফাঁকে হোক দুটো কথা ঋণখেলাপী
কোণায় খাঁজে গুহ্য থাকুক।
তা নইলে তো আমি তুমি মিশে যাবো,
পরস্পরের ছায়ায় বেবাক পিষে যাবো
সত্ত্বাবিহীন একক হয়ে,
যুগল থাকার এই যে মজা বিভিন্নতায়
সময় সেটা লিখবে না আর ভিন্নপাতায়
রোজনামচার লেখক হয়ে।
সংলাপেরা জানাচেনা হলে যেন কেমন লাগে
নিজের সাথেই বলছি কথা এমন লাগে
ভাল্লাগে কি?
থোড় বড়ি আর খাড়ার যদি সবটা জানা
অভ্যাসে যায় মুখের ভেতর সবটা খানা,
ঝাল লাগে কি?
তাই জীবন থেকে একটু আরও বেশী পেতে
টক ঝাল নুন সাপ্টে আরও বেশী খেতে,
আড়াল বানাও,
অল্প জানায় ভয় থাকে খুব অবিশ্বাসের
মাঝে মাঝে বিপদ ডাকে নাভিশ্বাসের
সবটা জানাও।


আর্যতীর্থ